চিকিৎসক দ্বারা শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার নার্স, প্রতিব

কোচবিহার:- এক চিকিৎসক দ্বারা নার্সকে মারধর ও গালিগালাজ করার ঘটনার প্রতিবাদে সোমবার ওয়েস্ট বেঙ্গল নার্স এসোসিয়েশন কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। অভিযোগ গত শনিবার দুপুরে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা বিভাগে কর্মরত এক নার্স রক্ত সংগ্রহ নিয়ে চিকিৎসকের সাথে ভুল বোঝাবুঝি হবার কারণে ওই চিকিৎসক নার্সকে মারধর করার পাশাপাশি গালিগালাজ করে । ঘটনার প্রতিবাদে সেদিনই কর্মরত নার্সরা হাসপাতাল নার্সিং সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডাক্তারের শাস্তির দাবি জানান। ইতিমধ্যে ঘটনা নিয়ে একটি টিমও গঠন করা হয়েছে । এরই মাঝে সোমবার ওয়েস্ট বেঙ্গল নার্স এসোসিয়েশন কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের এম এস ভিপি কে একটি স্মারকলিপি প্রদান করেন । দাবি দ্রুত ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।