লড়ির ধাক্কায় অটো চালকের মৃত্যু

ভয়াবহ পথ দুর্ঘটনা, অটো এবং লড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল অটোচালকের। ঘটনাটি সোমবার গভীর রাতে চিলাখানা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি গদাধর নদীর ব্রিজের পাড় এলাকায় জাতীয় সড়কের উপর হয়েছিল বলে জানা যায়।। মৃত ব্যক্তির প্রথমদিকে নাম পরিচয় পাওয়া না গেলেও গভীর রাতে পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়। থানা এবং হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ (৫০) । তার বাড়ি ভানুকুমারী দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরাইমোর এলাকায়। স্থানীয় এবং থানা সূত্রে জানা যায় কোচবিহারের দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সাথে বিপরীতগামী একটি অটো গাড়ির ঘোগারকুটি গদাধর নদীর ব্রিজের পাড় এলাকায় জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসে ।খবর যায় তুফানগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে।