৯ দিন থেকে পানীয় জলের সংকট মহিলা আবাসিকে, স্মারকলিপি ছাত্রী

দীর্ঘ ৯ দিন থেকে পানীয় জলের সমস্যা ভুগছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় মহিলা আবাসিকের ছাত্রীরা। এ নিয়ে বুধবার তারা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে একটি স্মারকলিপি প্রদান করেন। পানীয় জল না থাকার ফলে স্বাভাবিকভাবেই তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । ছাত্রীদের অভিযোগ, জল সরবরাহ না হওয়ায় এই চরম গরমে স্নান করা নিয়েও পড়েছেন মহা ফাঁপরে। আবাসিকে বর্তমান ৮০ জন ছাত্রী রয়েছেন। তাদের অভিযোগ, গত মঙ্গলবার ৭ তারিখ তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারপরেও সমস্যার সমাধান হয়নি । প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ট্যাংক ও জারের ব্যবস্থা করা হবে। তবে সেটা পর্যাপ্ত করা হয়নি । এ অবস্থায় নাজেহাল পরিস্থিতিতে নির্জলা আবাসিক চত্বর ও ছাত্রীরা। এরপরে তারা আজ লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন।