কথায় কথায় তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। তাদের উপর রীতিমতো লাঞ্ছনা গঞ্জনা চলে, জুলুমবাজি চলে। দীর্ঘদিন ধরে তারা শোষিত তাদের সিনিয়র অফিসারদের দ্বারা , এমনটাই অভিযোগ তুলে আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা একত্রিত হয়েছেন । অবস্থান-বিক্ষোভে বসেছেন আলিপুরদুয়ারের মাধব মোড়ের অঙ্গনওয়াড়ি কার্যালযয়ে । কে বলছেন তারা? জানা গেছে , পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির তরফ থেকে এই অবস্থান বিক্ষোভ করা হয় চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিসের সামনে। সম্প্রতি, অঙ্গনওয়াড়ি কর্মী ঝুম্পা চৌধুরীর অনৈতিকভাবে ট্রান্সফার স্তগিত করার দাবি ছাড়াও আরও ২২ দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই অবস্থান বিক্ষোভ চলছে । বিক্ষোভকারীরা জানিয়েছেন , দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। আলিপুরদুয়ার জেলা ছাড়াও দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন ।