অপারেশন আনন্দ-এর মাধ্যমে ৫৯ নিখোঁজ শিশু উদ্ধার

অপারেশন 'আনন্দ'-এর মাধ্যমে অগাস্ট মাসে মোট ৫৯ জন  নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে কোচবিহার জেলা পুলিশ। এর মধ্যে সব থেকে বেশি পুন্ডিবাড়ী থানার অন্তর্গত, উদ্ধারকৃত শিশুর সংখ্যা ১৫। পাশাপাশি শীতলকুচি থানা থেকে ৭ জন, কোতোয়ালি থানা থেকে ৭ জন ও সাহেবগঞ্জ থানা থেকে আট জন শিশু উদ্ধার হয়েছে। বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল সেইসব ঘটনার তদন্ত করে এখন পর্যন্ত মোট ১৯৪ জনকে উদ্ধার করেছে বলে বুধবার কোচবিহার আরক্ষায় এ ভবনে সাংবাদিক বৈঠক করে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা।