শিলিগুড়ি পুরনিগম অন্তর্গত ৪৩ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙ্গার কাজ শুরু।
সোমবার সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা এই কাজ শুরু করেন। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভক্তিনগর থানার পুলিশের সহযোগিতা নেওয়া হয়।
জানা গিয়েছে, কোনরকম সরকারি জমি বা ব্যক্তিগত জমির ওপরেও যদি কোনরকমভাবে অবৈধ নির্মাণ করা হয়, তা পুরনিগমের তরফে সম্পূর্ণভাবে ভেঙ্গে ফেলা হবে। এক্ষেত্রে কোনরকম ছাড় পাওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।