অবৈধ নির্মাণ ভাঙতে এসে বিক্ষোভের মুখে শিলিগুড়ি পুরনিগম

শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৩১নং ওয়ার্ডের শক্তিগড় এলাকায় একটি অবৈধ নির্মাণ ভাঙতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল পুর কর্মীদের। 

  অভিযোগ, ২০২৩ সালে ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটি সরকারের তরফে চিঠি পাঠানো হলেও ২০২৪ সালে কোন নোটিশ পাঠানো হয়নি। যিনি এই অবৈধ নির্মাণ বলে অভিযোগ করেছেন তার একটি কারখানা বানানোর কথা থাকলেও সেটি বানাতে পারেননি। সেই কারণে ওই বাড়িটিকে অবৈধ নির্মাণ বলে পুরনিগমে অভিযোগ করেছেন বলে দাবি বাড়ি মালিকের।

  এবিষয়ে ওই বাড়ি মালিকের স্ত্রী বলেন, ২০২৩ সালে নোটিশ পাঠানো হলেও ২০২৪ সালে কোনরকম নোটিশ পাঠানো হয়নি। তবে এদিন সকালে পুর কর্মীরা বিনা নোটিসে হঠাৎই বাড়ি ভাঙতে এসেছে। 

  এ বিষয়ে বাড়ি মালিকের ছেলে বলেন, এটুকু জায়গার ওপর যদি সরকারের তরফে প্ল্যান পাস করানো হয় তাহলে সেই প্ল্যান অনুযায়ী বাড়ি বানাবেন।