অবৈধ বালি পাচার কাণ্ডে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে চলছিল ট্রাক্টরে করে অবৈধভাবে বালি পাচার। সেই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেক শিশুকে। 

 প্রসঙ্গত, মহানন্দা নদী থেকে বালি পাচারের বিষয় নিয়ে পুলিশকে অভিযোগ করা হয় বহুবার। তবে পুলিশ বালি পাচার কান্ডে মাফিয়াদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি আজও। আজ এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে যান বিধাননগরের হোসেনপুর এলাকার গ্রামবাসীরা। এরপর বালি বোঝাই ট্রাক্টরটিকে জ্বালানোর চেষ্টা চালান এবং পরবর্তীতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।