অভিনব প্রচারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী

কখনো চায়ের দোকানে চা তৈরি করে খাওয়ালেন কর্মী সমর্থকদের, আবার কখনও হাটে বসে বিক্রি করলেন শাকসবজি। শনিবার সকালে এইভাবেই ভোট প্রচার সারলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা  মিত্র চৌধুরী। এদিন সকালে মানিকচকের মথুরাপুর হাটে পৌঁছে যান তিনি, সেখানে চায়ের দোকানে চা তৈরি করেন। এরপর হাটের মধ্যে বসে বিক্রি করেন মাটির বাসনপত্র। সবজি বিক্রেতা রূপে সবজিও বিক্রি করেন বিজেপি প্রার্থী। সারাদিন এই ভাবে হাটে বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ পর্ব সারেন শ্রী রূপা।