আইনজীবীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাজপথে শিলিগুড়ি বার

আইনজীবী নবীন সরকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাজপথে নামলো শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়ি আদালত থেকে একটি মিছিল করে মাল্লাগুড়ি স্থিত শিলিগুড়ি পুলিশ কমিশনার দপ্তরে গিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকারকে স্মারকলিপি প্রদান করল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
গত পাঁচ মাস আগে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ থেকে আইনজীবী নবীন সরকারের মৃতদেহ উদ্ধার হয় এরপর ওই আইনজীবির পরিবারের তরফে তাঁকে খুন করা হয়েছে বলে এটি লিখিত অভিযোগ দায়ের করা হয় নিউ জলপাইগুড়ি থানায়। তবে সম্প্রতি এই মামলার আইওর থেকে এই মামলাটি গোয়েন্দা দপ্তরকে স্থানান্তরিত করেছে হাইকোর্ট।