আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাস নিশীথের

নির্বাচনী ফল ঘোষণার পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে এলেন নিশীথ প্রামাণিক। এ দিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, সুশীল বর্মন ও বরেন চন্দ্র বর্মন।

  গতকাল  ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। আজ সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকলেন নিশীথ প্রামাণিক। সেখানে বিজেপি প্রধান মাম্পি সরকারের সাথে দেখা করে দলের হয়ে সব ধরণের আশ্বাস দিলেন তিনি। ২৩ আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন ছিল ১৪। তৃনমূলের ৯। গতকাল বুধবার এই গ্রাম পঞ্চায়েতের ৩ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল ১২ ও বিজেপির পঞ্চায়েত দাঁড়ায় ১১।

   ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের পর সেখান থেকে থানেশ্বর বাজার হয়ে বড় রানরস গ্রাম পঞ্চায়েত এলাকায় যান নিশীথ প্রামাণিক। তিনি বলেন, একটি কিউআর টিম গঠন করা হয়েছে। কোথাও অশান্তি হলে খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হবেন। দখলে থাকা গ্রাম পঞ্চায়েত গুলোতে জোর করে তালা মারা হলে প্রশাসনকে সাথে নিয়ে সেখানে যাবেন বলেও জোর গলায় বলতে শোনা গেল‌ তাঁকে।