আলিপুরদুয়ারঃ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার। বর্তমানে দুটি পরিবার সর্বসান্ত । ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আনুমানিক দুটো নাগাদ ভুটান সীমান্ত জয়ঁগা এক নং গ্ৰাম পঞ্চায়েতের তোর্ষা চা বাগানের গোপাল লাইনে ।
গতকাল রাতে প্রথমে স্থানীয় বাসিন্দা অর্জুন লোহারের বাড়িতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে আগুন প্রতিবেশী রাজু লোহারের বাড়িতে ছড়িয়ে যায় । এবং এই ঘটনায় দুই পরিবারের সব কিছু জ্বলে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়রা এসে আগুন নেভাতে হাত লাগায় পরবর্তীতে জয়গাঁ দমকল থেকে একটি ইঞ্জিন পৌছে প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টায় শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্ৰস্থ অর্জুন ও রাজু জানান পরনে যে পোশাক পড়ে বেড়িয়ে ছিলাম সেটাই বর্তমানে সম্বল আর কিছু নেই ।
ক্ষতিগ্ৰস্থ দের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুণ্ডা ।