কলকাতার ছাত্র সমাবেশ থেকে আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজ এবং ব্লক স্তরে অবস্থান বিক্ষোভের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণার পরই আজ আলিপুরদুয়ারের বিভিন্ন কলেজে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে স্লোগান তুলে অবস্থান বিক্ষোভে বসলো তৃণমূল ছাত্র পরিষদ।
শুক্রবার দুপুর ১২ টা নাগাদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং মহিলা মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি ভূষণ সাহা কী বলছেন, শুনে নেওয়া যাক…