আয়া ইস্যুতে হাতাহাতি সুপারের সঙ্গে কংগ্রেস কর্মীদের

আয়া ইস্যুতে আলিপুরদুয়ার হাসপাতালে হাতাহাতি সুপারের সঙ্গে কংগ্রেস কর্মীদের। রাত ১০টা নাগাদ কিছু আয়া হাসপাতালের ওয়ার্ডে যায় কাজের জন্য। খবর পেয়ে হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ বর্মন তাদের বের করে দেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু দেবনাথ সহ যুব ও মহিলা কংগ্রেসের নেতৃত্ব। এর পরেই সুপারের সঙ্গে বচসা বাঁধে তাদের।

  কংগ্রেস জেলা সভাপতির অভিযোগ, হাসপাতাল সুপার মদ্যপ অবস্হায় তাদের কর্মীদের ধাক্কাধাক্কি ও মারধর করেন। অন্যদিকে সুপারের অভিযোগ, শান্তনু দেবনাথ ও সানিয়া বর্ধন এক মহিলা তাকে মারেন। এর পরেই হাসপাতালের কর্মীরা সুপারকে রেসকিউ করে নার্সিং ট্রেনিং হোষ্টেলে ঢুকিয়ে দেয়। 

  হাসপাতালের আয়ারা হষ্টেলের সামনে অকথ্য ভাষায় হাসপাতাল সুপারকে গালাগাল করতে থাকেন বলে অভিযোগ। এমন কি তাকে মারধর করা হবে বলে হুমকি দেন! ঘটনায় বিশাল পুলিশ বাহিনী হাসপাতালের নার্সিং ট্রেনিং হোষ্টেলের সামনে গভীর রাত পর্যন্ত আছে। এদিকে হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্মী সংগঠনের তরফে সুপারকে মারধরও স্বাস্হ্যকর্মীদের দীর্ঘক্ষণ তালা বন্দি করে রাখার ঘটনায় আজ থেকে আন্দোলনে নামবেন।