ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ক্যামেরাবন্দি মহিলারা!

মহিলাদের হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে আপত্তিকর ভিডিও। তারপরে অন্যদের কাছে মোটা টাকায় সেই ভিডিও বিক্রি করা হচ্ছে! চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। শৌচালয়ে লুকোনো ক্যামেরা দেখতে পেয়ে ব্যাপক প্রতিবাদে শামিল হন মহিলা পড়ুয়ারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। বিস্ফোরক অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণন জেলার গুডলাভালেরু ইঞ্জিনিয়ারিং কলেজে। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই কলেজের পড়ুয়ারা আচমকাই দেখতে পান, শৌচালয়ে রাখা রয়েছে গোপন ক্যামেরা। সন্ধে সাতটা থেকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করেন ছাত্রীরা। শুক্রবার সকাল পর্যন্ত সুবিচারের দাবিতে বিক্ষোভ জারি রাখেন। সেখানে যোগ দেন স্থানীয়রাও। গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। কেন এমন হেনস্থার মুখে পড়তে হবে ছাত্রীদের, কর্তৃপক্ষের কাছে সেই জবাবদিহিও চান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিজয় কুমার নামে এক পড়ুয়াকে। বিটেক চূড়ান্ত বর্ষের ছাত্র ওই পড়ুয়া। তার ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলাদের শৌচাগার থেকে অন্তত ৩০০টি ছবি এবং ভিডিও তুলেছে বিজয়। তারপরে সেগুলো নিজের সহপাঠীদের কাছেই মোটা টাকায় বিক্রি করেছে সে। গোটা বিষয়টিতে কলেজের আরও কোনও পড়ুয়া জড়িত কিনা, তা জানতে তদন্ত করছে পুলিশ।