তৃণমূলে যোগদান করলেন বিজেপি সংখ্যা লঘু সেল জেলা ইনচার্জ সহ বিজেপি সংখ্যা লঘু সেল নেতৃত্বরা।
সোমবার তৃণমূল জেলা কার্যালয়ে তৃণমূলের সংখ্যা লঘু সেলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। বিজেপি সংখ্যা লঘু সেল জেলা ইনচার্জ মহঃ শাহজাহান আলি মিঞা সহ বিজেপি নেতৃত্বরা তৃণমূলে যোগদান করেন। আগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্যসভা সাংসদ প্রকাশ চিকবড়াইক।