গণনাকেন্দ্রে শতাধিক ইভিএম বদল হয়েছে। ফল ঘোষণার এক সপ্তাহ পর কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন নিশীথ প্রামানিক। পাশাপাশি লোকসভা কেন্দ্রের ৮ শতাংশ বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেন নিশীথ।
লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন তিনি। সেখানে জেলা নেতা ও বিধায়কদের সাথে বৈঠক করেন। এরপরই সাংবাদিকদের সামনে ইভিএম বদলের অভিযোগ আনেন। এদিন তিনি আরো জানান, জেলার বিভিন্ন প্রান্তে যেসব কর্মীরা আক্রান্ত হচ্ছেন, আজ থেকে সেসব এলাকা পরিদর্শনে যাবেন। পাশাপাশি একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল নিয়ে তিনি বলেন, পঞ্চায়েত চলে গেলেও মানুষ তো যাচ্ছে না, বিজেপির সাথেই রয়েছে তারা। এছাড়াও তাঁকে বলতে শোনা যায়, মাঠে থেকেই লড়াই করা হবে।