ইসকন রোডে পথ দুর্ঘটনায় মৃত স্কুটি আরোহী

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ির ইসকন মন্দির রোড এলাকায়।

 জানা গিয়েছে, ইসকন মন্দির রোড সংলগ্ন কালি মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে একটি স্কুটি। ঘটনায় গুরুতর জখম হয় স্কুটি আরোহী। তাকে উদ্ধার করে তড়িঘড়ি সেবক রোডে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটির মালিক হিসেবে জয়গাঁওয়ের বাসিন্দা আশিস শর্মার নাম জানা গিয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।