ইসলামপুর মহকুমাকে জেলার স্বীকৃতির দাবিতে উত্তরকন্যায় স্মারকলিপি দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। ইসলামপুরকে আলাদা জেলার দাবি দীর্ঘদিনের। জেলার দাবির পাশাপাশি করনদিঘিকে মহকুমার দাবিতে বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে স্মারকলিপি দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। স্বাস্থ্য ও শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ইসলামপুরবাসী। যে কারণে জেলার দাবি উঠে এসেছে বহুদিন ধরে। আগামীতে জেলার দাবিতে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানান আলি ইমরান রামোজ।