ঈদের নামাজ পড়ে ফেরার সময় পা পিছলে পুকুরে পড়ে মৃত ২

মহাসড়কের জন্য আলিপুরদুয়ার ভেলুরডাবরিতে কাজ করতে আসেন বিহারের বাসিন্দা সামিম আলম ও ঝাড়খণ্ডের বাসিন্দা ইরশাদ আনসারি। তাদের সাথে আর‌ও একজন আজ ঈদের নামাজ পড়ে ফেরার সময় ভেলুরডাবরি এলাকায় পুকুরে পড়ে যায়।  পরবর্তীতে স্থানীয়রা এদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসকরা সামিম ও ইরশাদ এই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। ঈদের দিনে এই দুর্ঘটনা ঘিরে শোকের আবহ এলাকায়।