কথায় আছে, আমৃত্যু পায়ের তলায় সর্ষে বাঙালির। তবে মনে ভ্রমণের প্রবল ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রে আর্থিক কারণে সেই ইচ্ছেতে রাশ টানতে বাধ্য হতে হয়। এমন ভ্রমণ পিপাসুদেরই দীর্ঘ দিনের দাবি ছিল সরকারিভাবে প্যাকেজ তৈরি করা হোক, যাতে সাধ ও সাধ্যের মধ্যে থাকবে না কোন বাঁধ।
এক কথায়, তাঁদের স্বপ্ন পূরণ করতেই 'উত্তর ভারত রামলালা দর্শন' নামে এক প্যাকেজ ট্যুর নিয়ে এলো ভারতীয় রেলের আইআরসিটিসি কর্তৃপক্ষ। আগামী ২৪শে জুন থেকে 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন'-এর মাধ্যমে শুরু হচ্ছে এই প্যাকেজ ট্যুর। এ দিন আইআরসিটিসির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই খবর জানানো হল কর্তৃপক্ষের তরফে।
এ দিন আইআরসিটিসির গৌহাটি ট্যুরিজম ডিপার্টমেন্ট সিনিয়ার এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান, এই ট্যুরে মাতা বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যার মত তীর্থক্ষেত্রকে রাখা হয়েছে। পুরো ট্যুর ৮ রাত্রি ৯ দিনের। এনজেপি থেকে ট্রেন ছেড়ে ফের এনজেপিতে ফিরিয়ে আনা হবে।
যেহেতু এটি তীর্থভ্রমণ, সে কারণে বয়স্ক ব্যক্তিদের কথা ভেবে তাঁদের জন্য ট্রেনে থাকতে চলেছে প্যারামেডিক্যাল টিম। থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। শুধু তাই নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্য থেকে যারা এই ট্যুরে সফর যাত্রী হবেন, তাদের এনজেপিতে আসার জন্য টিকিটের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।