উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত SYNERGY-2K24

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল  SYNERGY-2K24। প্রতি বছরের মত এ বছরেও পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ছাত্র-ছাত্রীরা।

  অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক শুভ্রজ্যোতি কুন্ডু জানান, এটি মূলত ইউনিভার্সিটি সোশ্যাল। যার  প্রথমার্ধে চলে ইন্টার ডিপার্টমেন্ট কালচারাল কম্পিটিশন, যেখানে প্রতিটি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করে এবং সেরা ডিপার্টমেন্ট তথা প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তী অংশে কোন প্রতিযোগিতা নেই, পুরোটাই নিখাদ সাংস্কৃতিক আনন্দ অনুষ্ঠান আর নতুনদের উচ্ছ্বাসের জোয়ার।