উল্টো রথ দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩

উল্টো রথ দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩। খড়িবাড়ির বাতাসি সংলগ্ন দুর্গা মন্দির এলাকায় ৩২৭ নং জাতীয় সড়কের ঘটনা। আহতদের মধ্যে মিস্ত্রি হেমব্রম ও কুমার সোরেন, তারা বাঞ্চাভিটার বাসিন্দা এবং গোবিন্দ সিং বিধান নগরের তাতাগোজের বাসিন্দা।

  জানা গিয়েছে, উল্টো রথ দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন মিস্ত্রি হেমব্রম ও কুমার সোরেন, বৃষ্টির পর জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময় বাতাসির দিক থেকে আসা গোবিন্দ সিংহের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হন সকলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাতাসি গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। জখম গোবিন্দের অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পুরো বিষয় খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ।