একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

একই রাতে একসঙ্গে পাশাপাশি তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চন বাড়ি এলাকায়। চুরি যায় নগদ টাকা সহ একটি জলের পাম্প মেশিন, একটি সাইকেল ও তিনটি এন্ড্রয়েড মোবাইল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যে তিন বাড়িতে চুরি হয়েছে তাদের বক্তব্য সম্ভবত নেশাগ্রস্ত যুবকেরাই নেশার টাকা জোগাড় করতে এই কাজ করেছে বলে অনুমান।

  কিছুদিন আগেও ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।। ঠিক তার কিছুদিনের মধ্যেই আবারো সেই এলাকাতেই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।