একটির তদন্তে নেমে একসাথে ১২ টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার

১২ টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে এই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হল। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ। 

গত ২২ মার্চ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে শিলিগুড়ির ফাঁসিদেওয়া মোড় এলাকার একটি বাড়ি থেকে চুরি যায় ১টি সাইকেল। এরপর গত শনিবার ওই সাইকেলের মালিক বাড়ি ফিরে এলে বিষয়টি নজরে আসে তার। মাটিগাড়া থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিগাড়া থানা অন্তর্গত এলাকা থেকে দীপঙ্কর এবং তপন নামে ঘটনায় জড়িত দু’জনকে প্রথমে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিশ। তাদের বয়ানের ভিত্তিতে দীপঙ্করের বাড়ি থেকে মোট ১২ টি চুরির সাইকেল উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।