শ্রমিকদের অ্যাকাউন্টে একশো দিনের টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে।দিতে না চাইলে হুমকি এবং মারধর।মালদার চাঁচল ১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামের ঘটনা।কাঠগড়ায় ১০০ দিনের কাজের সুপারভাইজার শেখ সাহেব। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন স্থানীয় দুই শ্রমিকের পরিবার। সুপারভাইজার এর বিরুদ্ধে চাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের। দুর্নীতির কারণেই ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার প্রতিক্রিয়া বিজেপির। কেউ গরিব মানুষের টাকা নিলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দাবিত তৃণমূলের।
উল্লেখ্য ,১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগেই টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। বারবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসাব দেয়নি রাজ্য বলে অভিযোগ। ভোটের প্রাক্কালে সেই বকেয়া টাকা রাজ্য সরকার মেটাচ্ছে।যার মধ্যেও এবার দুর্নীতির ছায়া। শ্রমিকদের একাউন্টে টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে। দিতে না চাইলে হুমকি এবং মারধোরের অভিযোগ।মালদার চাঁচলের উত্তর বসন্ত পুর এলাকার ঘটনা। উত্তর বসন্তপুর এলাকার জব কার্ড ধারী শ্রমিক আব্দুল জব্বার, নুরজাহান বিবির একশ দিনের মাটি কাটার টাকা ঢুকেছে। কারো একাউন্টে চার হাজার আবার কারো অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকেছে। গত চলতি মাসের ১ লা মার্চ একাউন্টে এই টাকা ঢুকতেই ১০০ দিনের সুপারভাইজার শেখ সাহেব তাদের কাজ থেকে সেই টাকা চাইতে যায়, অর্ধেক টাকা সুপারভাইজারকে দিতে হবে।কিন্তু সেই টাকা দিতে না চাওয়াই শ্রমিকের পরিবারকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল সুপারভাইজার শেখ সাহেবের বিরুদ্ধে।টাকা না পেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ।গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দুই শ্রমিকের পরিবার।
যদিও সুপারভাইজার শেখ সাহেব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
অ্যাকাউন্টে টাকা ঢুকলে কাউকেও ১ টাকা কাটমানি দিতে হবে না। কেউ যদি কাট মানি চায় অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি তৃণমূল নেতা ও মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেনের। ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই কারণে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। সুপারভাইজার রা নিজের আত্মীয়স্বজনের নাম ঢুকিয়ে টাকা আত্মসাৎ করার ছককষে ছিল । এখন টাকা না পাওয়াতে এই গন্ডগোল কটাক্ষ উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক আদর্শ কুমার রাম এর।