একাধিক অনিয়ম, বদলি হলেন এমজেএনের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ

একাধিক অনিয়মের অভিযোগে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদকে বদলি করা হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফরেনসিক ও টক্সিকোলজি বিভাগে। অনেক আগে থেকেই হাসপাতালের লণ্ড্রির সামগ্রী সংক্রান্ত বেনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপরই এই বদলির নির্দেশ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮ সালে এমজেএনে এমএসভিপি পদে যোগ দেন ডাঃ রাজীব। বর্তমানে তাঁর পদে নিযুক্ত করা হল মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রফেসর সৌরদীপ রায়কে।