রাধিকাপুর-শিলিগুড়ি ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম রাজেশ দাস (৩৫)। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তিনি অধিকারী হাট এলাকাতেই শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গতকাল রাত ১১ টা নাগাদ রেললাইনের ধারে দাড়িয়ে ছিলেন রাজেশ। ট্রেন আসছে বুঝতে না পারায় ঠাকুরগঞ্জ-শিলিগুড়িগামী রাধিকাপুর-শিলিগুড়ি ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস ধাক্কায় মৃত্যু হয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় খড়িবাড়ি পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। অন্যদিকে, কী কারণে মৃত্যু হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।