এক লাফে বাস ভাড়া দ্বিগুণ!

প্রথম দফা লোকসভা নির্বাচনের এক দিন আগের চালচিত্র শিলিগুড়ি জংশনে। তেনজিং নোরগে বাস টারমিনাসের টিকিট কাউন্টারে পিলপিল করছে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রী। গাড়ির সংখ্যাও হাতে গোনা। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।  শিলিগুড়ি থেকে মাথাভাঙ্গার  ভাড়া সুযোগ বুঝে এক লাফে ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও বাস মালিকদের সংগঠন এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।