নিখিল বঙ্গ শিক্ষক সমিতি দার্জিলিং জেলা শাখার ব্যবস্থাপনায় ৯ই জুন রবিবার শিক্ষক তথা নেতা হরিদাস গুণের প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে নিঃশুল্ক হৃদযন্ত্র ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শিলিগুড়ির জেলা দপ্তরে৷ পরিচালনায় শিলিগুড়ি আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতাল৷
এদিন সমিতির পতাকা উত্তোলন করেন জেলা শাখার সভাপতি শুক্লা দাস৷ প্রয়াত নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্য অর্পন করা হয়৷ এদিন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ এই নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরে অংশ নেন৷ প্রয়াত শিক্ষক নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি তমাল চন্দ৷
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু, প্রবীণ নেতৃত্ব অমর সাহা, ভরত প্যাটেল, বিশ্বনাথ দত্ত, ভবেশ চন্দ্র রায়, নবারুণ চৌধুরী প্রমুখ৷