মাটিগাড়ার বালাসন ব্রিজ থেকে হরসুন্দর উচ্চ বিদ্যালয় পর্যন্ত যে ফ্লাইওভার তৈরির কথা রয়েছে সেই ফ্লাইওভারটি ব্লক ফ্লাইভার করা হচ্ছে এমনই দাবি তুলে সেই ব্লক ফ্লাইওভারের বিরোধিতা করে সেই ফ্লাইওভারকে অবিলম্বে এলিভেটেড ফ্লাইওভার অথবা ওপেন ফ্লাইওভার করতে হবে। সেই অর্থেই এর আগেও মাটিকাটা ব্যবসায়ী সমিতি থেকে সকল সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল আজ ফের একবার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ ব্যবসায়ী এবং এলাকাবাসীরা এলিভেটেড ফ্লাইওভার এর দাবিতে মাটিগাড়া মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন করে এবং রাজু বিস্তার গাড়িকে দেখে স্লোগান তোলে।