কংগ্রেস প্রার্থীর ওপর হামলা, উত্তেজনা বহরমপুরে

বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ প্রসঙ্গে অধীর সাংবাদিকদের বলেন, তৃণমূলের গুণ্ডারা হামলা চালিয়েছে। দলের কর্মীরা আমাকে উদ্ধার করেছে। আমি তৃণমূলের গুণ্ডাদের পরোয়া করি না।