কড়া নিরাপত্তায় ভোট‌ গণনার প্রস্তুতি

কড়া নিরাপত্তার মধ্যে আগামীকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজ করা হবে,‌ যাকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

  প্রশাসন সূত্রের খবর, ১৪৮ টি টেবিলে ১৯০৪  টি বুথের ইভিএম মেশিন, ভিভি প্যাড এবং পোস্টাল ব্যালট গননা করবেন   মোট ৮০০ জন কর্মী। জানা গেছে, প্রতিটি বিধানসভার জন্য দু'টি করে ঘর বরাদ্দ হয়েছে। মোট ১৫ রাউন্ডে গণনার কাজ শেষ করা হবে।

  অন্য দিকে গণনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নিরাপত্তার বেষ্টনী। জেলার অন্তুর্গত থানাগুলিতে মোট ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ২ কোম্পানী বাহিনী থাকবে গননা কেন্দ্রে। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি‌ছাড়াও ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। সকাল ৮ টা থেকে গণনার কাজ শুরু করা হবে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করা হবে।