কন্টেইনার গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ

শুরুতে বারবার পথ দুর্ঘটনা ঘটলেও, তাতে রাশ টানতে মেডিকেলের 'কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট' করা হয়। তারপর থেকে কিছুটা দুর্ঘটনা থেকে স্বস্তি মিললেও, ফের একবার ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল দুই পণ্যবাহী গাড়ি। শনিবার ভোর চারটে নাগাদ কাওয়াখালির শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী একটি কন্টেইনার গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায়, পণ্যবাহী কনটেইনারের গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত গাড়িতেই আটকে থাকে। এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।