প্রাকৃতিক তথা সামাজিক ভারসাম্য রক্ষার্থে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুন মাস ধরে বিভিন্ন জায়গায় গাছ লাগানো এবং তা পরিচর্যা করে বড় করবার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদ। জেলা জুড়ে বিভিন্ন এলাকার পার্টি সদস্য এবং কর্মীরা এতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
রবিবার নকশালবাড়ি পানিট্যাঙ্কি এলাকায় এবং খড়িবাড়ি পিডব্লিউডি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। উৎসাহ নিয়ে কর্মীরা এই গাছ লাগানো কর্মসূচিতে হাত লাগান। সিপিআইএম নেতা বিধুভূষণ বর্মন বলেন, "এ অঞ্চলে বড় বড় ইমারত তৈরি হলেও গাছ লাগানো এবং তা পরিচর্যা করার কথা আজ পর্যন্ত গুরুত্ব সহকারে তেমনভাবে কেউ ভাবেননি। তাই ভারতীয় কমিউনিস্ট (সিপিআইএম) পার্টির পক্ষ থেকে আমরা কেবল গাছ লাগিয়ে ক্ষান্ত নয়। আমরা তার পরিচর্যা করে পরিবেশের পক্ষে যাতে ভারসাম্য আনা যায় তার জন্য যথাযোগ্য প্রচেষ্টা গ্রহণ করেছি।"
একইভাবে খড়িবাড়ির পিডব্লিউডি মোড় এলাকায় এ ধরনের গাছ লাগানো কর্মসূচি পালিত হয়। সেখানে পার্টির নেতা প্রশান্ত দাস, সিপিআইএম- এর দার্জিলিং জেলা নেতৃত্বের পক্ষ থেকে পার্থ মৈত্র, জীবেশ বাগচী, বিশ্বজিৎ দাস প্রমুখ কর্মসূচিতে অংশ নিয়ে উৎসাহ প্রদান করেন। গোটা জেলার বিভিন্ন এলাকায় আগামী ৩০ শে জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।