কাউন্সিলরের বাড়িতে হামলা ও দুর্বাক্য প্রয়োগ; ঘটনায় আটক ১

শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাম ভজন মাহাতোর বাড়িতে হামলা ও অশ্লীল বাক্য প্রয়োগের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে ইতিমধ্যে আটক করেছে প্রধান নগর থানার পুলিশ। 

  জানা গিয়েছে, রবিবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ রাম ভজন মাহাতোর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে গিয়ে কুকথা বলতে শুরু করে ঐ তিন যুবক‌। এরপর বাড়িতে হামলাও চালায় বলে অভিযোগ। খবর পেয়ে বাড়ি ফিরে এলে সেই সময় সেখানে উপস্থিত থাকা দুই যুবক পালিয়ে যায় এবং একজনকে স্থানীয়রা ধরে ফেলেন। ঘটনায় খবর দেওয়া হয় প্রধান নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

  এদিন‌ রাম ভজন মাহাতো বলেন, গত শনিবার শিলিগুড়ি‌ ৩ নম্বর ওয়ার্ড স্থিত গুরুং বস্তি বাজার উচ্ছেদ করা হয়েছে। সেই আক্রোশেই সম্ভবত ফুটপাত দখলকারী ব্যবসায়ীরা ওই তিন যুবককে উস্কে দিয়ে মদ্যপ অবস্থায় হামলা করতে পাঠিয়েছে।