কালচিনি নদী সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ


নিমতি কালচিনি নদী সংলগ্ন এলাকা এবং বনছায়া বস্তির সামনে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙ্গে দিল প্রশাসন।
  জানা গিয়েছে, কালচিনির বিজয়পুরবস্তি বনছায়ার সামনে সরকারি বারো বিঘা জমি দখল করে অবৈধ নির্মাণ হয়েছিল। প্রশাসনের থেকে কয়েক দিন আগে উচ্ছেদ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল। অবশেষে এদিন কালচিনি বিডিও, আলিপুরদুয়ার জেলার বিশাল পুলিশ বাহিনি এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙ্গে দেওয়া হল সেই নির্মাণ।