শিলিগুড়ি দেবীডাঙা এলাকায় গতকালের কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন কিশোরের প্রেমিকার বাবা, মা ও দিদি। প্রেমিকা নাবালিকা বলে তাকে হোমে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃতদের নাম হরি শর্মা, পলি শর্মা ও জ্যোতি শর্মা। গতকাল মৃত কিশোরের পরিবারের তরফে প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার দেবীডাঙা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই কিশোরের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তবে মাঝখানে ওই কিশোরীর সঙ্গে কিশোরের প্রেমের সম্পর্কের ভাঙ্গন ধরে এরপর ফের তাদের সম্পর্ক তৈরি হয়।
অভিযোগ, গত পরশু অর্থাৎ মঙ্গলবার বিকেলে মিলন মোড় এলাকায় ওই কিশোরীর সঙ্গে কিশোরের দেখা হয়। বিষয়টি জানাজানি হতেই সেই রাতে ওই কিশোরের বাড়ি গিয়ে কিশোরী সহ কিশোরীর পরিবার ওই কিশোরকে মারধর করে এবং অপমান সহ্য করতে না পেরে এই কিশোর আত্মঘাতী হয় বলে অভিযোগ মৃত কিশোরের পরিবারের তরফে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন কিশোরীর বাবা, মা ও দিদি। আজ তিনজনকেই শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে প্রধান নগর থানার পুলিশ।