কুকথার জবাব দিতে গিয়ে মারধরের শিকার মহিলা

শিলিগুড়ির একতিয়াশাল খাই খাই বাজার এলাকায় এক ফলের দোকানের মহিলা কর্মীর বিরুদ্ধে অপর এক মহিলা ফলের দোকানের কর্মীর ওপর বেধড়ক মারধরের অভিযোগ।

  জানা যায়, গতকাল বিকেল চারটা নাগাদ শিলিগুড়ির একতিয়াশাল খাই খাই বাজার এলাকাতে এক ফলের দোকানের মহিলা কর্মীর ওপর কুকথা প্রয়োগ করেন অপর ফল দোকানের আরেক মহিলা কর্মী এবং সেই কথার জবাব দেওয়ার পর সেই মহিলাকে বেধড়ক মারধর এবং মাথায় আঘাত করেন বলে অভিযোগ। ঘটনার জেরে ঐ মহিলা বর্তমানে ভর্তি রয়েছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা চলছে তার। পুরো ঘটনায় গতকাল ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।