বিজেপির হাতছাড়া হতে চলেছে আরো দু'টি গ্রাম পঞ্চায়েত। কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা পরিচালিত দু'টি গ্রাম পঞ্চায়েতে এ দিন বিজেপি ছেড়ে তৃণমূল-কংগ্রেসে যোগদান করলেন ৩ পঞ্চায়েত সদস্য। এদের মধ্যে মেখলিগঞ্জ বিধানসভার বাগডোগরা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন, বিজেপির পঞ্চায়েত সদস্য ও কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির একজন ও কংগ্রেসের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য। সোমবার কোচবিহার জেলা তৃণমূল-কংগ্রেস কার্যালয়ে তিন জনের হাতেই দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল-কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রমুখ।
কোচবিহার জেলা তৃণমূল-কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপির দখলে থাকা ২৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত প্রায় তৃণমূলের দখলে চলে এসেছে বাকি রয়েছে ১৬ টি গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভার বাগডোগরা ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ টি আসনের মধ্যে বিজেপি সাতটি, তৃণমূল-কংগ্রেস পাঁচটি ও নির্দল একটি আসনে জয় লাভ করে । নির্দল তৃণমূল-কংগ্রেসে যোগদান করলেও গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। তবে আজ আরও একজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় বর্তমান এই গ্রাম পঞ্চায়েত সংখ্যা গরিষ্ঠতা তৃণমূলের পক্ষে দাঁড়াচ্ছে।
একই সঙ্গে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ২১ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি তৃণমূল-কংগ্রেস ৯ ও কংগ্রেস একটি আসন পায়। তবে আজ বিজেপির একজন ও কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। বলা বাহুল্য, এতে কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতের রেখাচিত্রের নিরিখে তৃণমূল-কংগ্রেসের অবস্থান ক্রমশ ঊর্ধ্বমুখী।