কোচবিহার শহরের বেশ কিছু বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। কোচবিহার বিশ্বসিংহ রোড দাস ব্রাদার্স মোড় এলাকার ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে প্রাক্তন বিজেপির জেলা কমিটির সদস্য শেখর সরকার সহ আশেপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। অভিযোগ, বিজেপি করেন তাই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাতে পারে। তবে এই ঘটনায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী সহ অন্যান্য দোকানদারেরা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। এছাড়াও এই এলাকাতেই বেশকিছু আরো দোকান ভাঙচুর করা হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার ব্যবসায়ীরা। খবর পেয়ে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
অন্যদিকে, ঘটনায় এলাকা পরিদর্শনে আসেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি বলেন, জেলার পাশাপাশি শহরেও এই ধরণের ঘটনা প্রথম। জেতার পর থেকেই সন্ত্রাস করছে তৃণমূল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল-কংগ্রেস রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, বিজেপি মিথ্যা অভিযোগ করেছে। তারা বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধর করেছে। নিজেদের দোষ ঢাকতে পাল্টা দোষারোপ।