কোচবিহারে সিএনজি বাস পরিষেবা চালু করল এনবিএসটিসি

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে প্রথম চালু হল সিএনজি বাস পরিষেবা। সোমবার কোচবিহার এনবিএসটিসি ডিপো বাস টার্মিনাস থেকে সিএনজি বাসের শুভ সূচনা করেন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি জানান, মোট ৩০ টি বাসের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে দু'টি বাস আপাতত এসেছে। আজ থেকে সেগুলো চালু করা হল। ধীরে ধীরে আগামীতে বাকি বাসগুলো আসার পর সেগুলোও চালু করা হবে।