কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির বনধকে পূর্ণ সমর্থন সিপিএমের

কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির বনধকে পূর্ণ সমর্থন জানাচ্ছে কোচবিহার জেলা সিপিআইএম। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক অনন্ত রায়। তিনি বলেন, ব্যবসায়ী সমিতি তাদের ন্যায্য দাবি নিয়েই আন্দোলনে নেমেছে। তাই তাদের সমর্থন করছে সিপিএম।
  উল্লেখ্য, আগামী ১৭ তারিখ শুক্রবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার শহরে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কোচবিহার পুরসভা ও ব্যবসায়ী সমিতির মধ্যে ইতিমধ্যে টানাপোড়েন চলছে। ব্যবসায়ীদের নাম জারি থেকে শুরু করে কর বৃদ্ধি সহ বিভিন্ন দাবী দাওয়া রয়েছে। স্মারকলিপি প্রদান করেও দীর্ঘ দেড় বছর ধরে এই সমস্যার সমাধান না হওয়ার কারণে তারা বনধের ডাক দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোচবিহারে ২ বার এসে কর বৃদ্ধি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন। তারপরও তার সমাধান হয়নি। আর এই বনধকেই সমর্থন জানাচ্ছে সিপিআইএম ।
  সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় এদিন বলেন, “এই দলের একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রী রাসমেলা ময়দানে এসে কর বৃদ্ধি হয়েছিল, সেটা বন্ধ রাখার কথা বলেন। নির্বাচনের প্রাক্কালে নিজেদের দিকে টানতে সেটা বন্ধ রাখা হয়। কিন্তু নির্বাচন শেষের পরের দিনে দেখা যায়, পুরসভার চেয়ারম্যান বলেন, যে কর বৃদ্ধি হয়েছে সেটা সেভাবেই থাকবে। মানুষের সাথে এরা দ্বিচারিতা করছে। তাই ব্যবসায়ী সমিতি তাদের বনধ নিয়ে আমাদের চিঠি করেছে। আমরা তাদের বনধকে সমর্থন করি।”