কোচবিহার প্রেস ক্লাবের নতুন বিল্ডিং নির্মাণের কাজের শুভ সূচনা হলো শুক্রবার। শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। এছাড়া কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, প্রেসক্লাবের সভাপতি অনুপম সাহা সম্পাদক গৌরহরি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোচবিহার শহরের রাজ রাজেন্দ্র নারায়ণ ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স শৌচালয়ের নিকাশী নালা ও সীমানা প্রাচীর সহ জি প্লাস ২ বিল্ডিং নির্মাণের কাজের সূচনা করা হয়। প্রথম ধাপে ১ কোটি ২১ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং নির্মাণের কাজ করা হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।