খেতে খেতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে “অপদা

উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বামনগোলার খোটাদহ সংঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারেন। সেখানে মন্দিরে গিয়ে ঢাক বাজাতেও দেখা যায় তাঁকে। এরপর এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে খান পান্তা ভাত। খেতে খেতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে “অপদার্থ” বলে কটূক্তি করে আক্রমণ তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
  উল্টোদিকে, “প্রসূনের দুর্নীতিতে মালদার মানুষ একসময় সর্বস্বান্ত হয়েছেন এখানকার এসপি ছিলেন, পরে ডিআইজি হয়েছিলেন সেই সময় মহিলারা নির্যাতিত হয়েছিলেন কোন ব্যবস্থা নেননি। এখন ঠেলায় পড়ে পান্তা ভাত খাচ্ছেন” পাল্টা প্রসূনকে এক হাত নিলেন খগেন মুর্মু। লোকসভা ভোটের আগে রাজনৈতিক তরজায় যেন ভস্মে ঘি ঢালল দুই বিরোধী প্রার্থীর পরস্পরকে আক্রমণাত্মক কাদা ছোঁড়াছুড়ি।