খোলা হল ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের লক গেট

ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের দু'টি লক গেট খুলে দেওয়া হয়। লাগাতার বৃষ্টির জেরে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে বেড়ে চলেছে জলস্তর। এলাকা জলমগ্ন হবার সম্ভাবনা ও বন্যা পরিস্থিতি  এড়াতে খুলে দেওয়া হল লক গেট।