গবেষক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় জাতীয় সড়ক অবরোধ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার দোষীদের শাস্তির দাবিতে তুফানগঞ্জ থানা মোড় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। জানা যায়, শিলিগুড়ি শিব মন্দির সংলগ্ন এলকায় একটি বাড়ির তিন তলায় ভাড়া থাকতেন বছর ত্রিশের ববিতা দত্ত। সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার ছিলেন। তাঁর বাড়ি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রেল স্টেশন সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকায়। ঘটনায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্ধার্থ শংকর লাহার নামে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করে পরিবার। এই ঘটনায় এবার সেই শিক্ষকের শাস্তির দাবিতে তুফানগঞ্জ থানা মোড়ে টায়ার জ্বালিয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই বিষয়ে কোচবিহার জেলা বিভাগ সংযোজক শুভঙ্কর চন্দ বলেন তুফানগঞ্জ নিবাসী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী ববিতা দত্তের উপর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষক সেলের প্রফেসার সিদ্ধার্থ শংকর লাহা দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। শিক্ষকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাই সেই শিক্ষকে দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবিতে এই অবরোধ।