গবেষিকার রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে ধর্না

গত ১৬ মে শিলিগুড়ি শিবমন্দির এলাকার এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভলপমেন্ট বিভাগে পিএইচডি গবেষণারত ছাত্রী ববিতা দত্তের ঝুলন্ত দেহ। এরপরই এই ঘটনায় তাঁর সুপারভাইজার সিদ্ধার্থশঙ্কর লাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে মৃতার পরিবার। মৃতা ববিতার ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোটও, যেখানে মৃত্যুর কারণ হিসেবে তাঁর সুপারভাইজারের নাম লেখা রয়েছে। তারপর থেকে এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয়।
  প্রসঙ্গত, অভিযুক্ত অধ্যাপকের আরেক পরিচয় হিসেবে জানা গিয়েছে, তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার নেতা। এবং এই পরিচয় সামনে আসতেই গবেষিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে সামিল হন পড়ুয়া, অধ্যাপকদের একাংশও।

  ঘটনার চরম নিন্দা জানিয়ে অধ্যাপক সিদ্ধার্থশঙ্কর লাহার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে, অভিযুক্ত অধ্যাপকের ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি। রেজিস্ট্রারের কাছে অধ্যাপকের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি জমা দেন তাঁরা। প্রতিবাদ করতে দেখা যায় এআইডিএসও সংগঠনের সদস্যদেরও। এ নিয়ে সরব হন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাও। মুখ খোলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং শিক্ষকরাও।

 এ প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পরিদর্শক মিঠুন বৈশ্য জানান, গবেষক ববিতা দত্ত তাদের ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হল তার সঠিক কারণ সামনে আসুক, দোষীর শাস্তি হোক।

  এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত অধ্যাপক এখনও কেন গ্রেফতার হলেন না, এমন কি তিনি কোথায় আছেন, সে বিষয়েও পরিষ্কারভাবে কিছুই সামনে কেন আসছে না, সম্পূর্ণ তদন্তের দাবিতে এবারে অনির্দিষ্টকালের জন্য ধর্না কর্মসূচি শুরু করল এবিভিপি। শুক্রবার মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বসে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত ও গ্রেফতারির দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানান, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে। আগামীদিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে। যতদিন এর ন্যায় বিচার হবে না, ততদিন ধর্না চালিয়ে যাবে এবিভিপি, বলে হুঁশিয়ারি দিল এবিভিপি।