মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকায় রবিবার গভীর রাতে ডাকাতির চেষ্টা। বন্দুক হাতে নিয়ে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। তবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকায় বিফলে যায় ডাকাতির চেষ্টা। পুলিশের জালে ধরা পড়ে এক দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।