গাড়ির ভেতর গোপন চেম্বার, প্রায় ৩৫ কেজির গাঁজা উদ্ধার

অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বানচাল করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ট্যাক্সি চালক।

  পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রঞ্জিত দে, সে বালুরঘাটের বাসিন্দা। রবিবার রাতে শিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন মহানন্দা সেতুতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্যাক্সি নম্বরের চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতে গাড়ির সিটের নিচে, ডিকি ও বনেটের ভেতরে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। 

  জানা গিয়েছে, গাড়ির নিচে গোপন চেম্বার বানিয়ে মাদক পাচারের ঘটনা আগে ঘটলেও বনেটের ভেতরে গোপন চেম্বার বানিয়ে মাদক পাচারের ঘটনা এই প্রথম ঘটেছে শিলিগুড়িতে। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।